Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অর্থনৈতিক শুমারি ২০২৪

"অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন,
নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন"

 

উপজেলা পরিসংখ্যান কার্যালয়, মান্দা, নওগাঁ এর তথ্য বাতায়নে স্বাগতম। "স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান।"  বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন (জনশুমারি অনুযায়ী জুন, ২০২২ পর্যন্ত)। বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ১৫ লাখ ৯০ হাজার জন (১ জানুয়ারি, ২০২৪ তারিখে, সূত্র: এসভিআরএস ২০২৩) । জনসংখ্যার ঘনত্ব ১১৭১ (প্রতি বর্গকিলোমিটার-২০২৩, সূত্র: এসভিআরএস ২০২৩)। জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১.৩৩ (২০২৩)। জনসংখ্যা বৃদ্ধির হার ০.৬৯ (২০২৩) । খানার আকার ৪.২ জন (২০২৩) । লিঙ্গানুপাত (পুরুষ/নারী×১০০)  ৯৬.৩ ; স্থূল জন্মহার ১৯.৪; স্থূল মৃত্যুহার ৬.১ (২০২৩) । প্রত্যাশিত গড় আয়ু ৭২.৩ বছর (২০২৩) । সাক্ষরতার হার (৭ বছর ও তদূর্ধ্ব) – ৭৭.৯% (২০২৩) । স্থূল প্রতিবন্ধিতার হার ২৮.২ (প্রতি হাজারে- ২০২৩) । দারিদ্র্যের হার ১৮.৭% ও অতি দারিদ্র্যের হার ৫.৬% । বেকার জনগোষ্ঠী ২.৫৮ মিলিয়ন । বেকারত্বের হার ৩.৫৩% । মূল্যস্ফীতি ৯.৭৪% (এপ্রিল ২০২৪) । মোবাইল ফোন ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৫৯.৯% (২০২৩) । ইন্টারনেট ব্যবহারকারীর হার (৫ বছর ও তদূর্ধ্ব) - ৪৫.৭% (২০২৩) । মাতৃমৃত্যুর অনুপাত ১৩৬ (প্রতি লাখ জীবিত জন্মের বিপরীতে- ২০২৩)। জিডিপি – ৩২,১০৪ বিলিয়ন টাকা (২০২২-২৩)। জিডিপি প্রবৃদ্ধির হার – ৫.৭৮% (২০২২-২৩) । জিএনআই – ৪৬,৭০১ বিলিয়ন টাকা (২০২২-২৩) । মাথাপিছু আয়– ২,৭৩,৩৬০ টাকা। সূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২৩


এক নজরে

উপজেলা পরিসংখ্যান কার্যালয়, মান্দা, নওগাঁ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর মাঠ পর্যায়ের অধীনস্ত একটি শাখা অফিস হিসেবে মাঠ পর্যায় থেকে সকল ধরনের শুমারি-জরিপের মাধ্যমে তথ্য সংগ্রহের কাজ করছে । উপজেলা পরিসংখ্যান কার্যালয়, মান্দা, নওগাঁ এর উপজেলা ওয়েবপোর্টালে-এ স্বাগতম। এই ওয়েবসাইট-টি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এটি শাখা অফিস হিসেবে উপজেলা পরিসংখ্যান কার্যালয়, মান্দা, নওগাঁ  এর বর্তমান কার্যাবলী এবং তথ্য সংরক্ষণের একটি প্রদর্শনী স্থান। আপনার কাঙ্খিত তথ্য খুঁজে পেতে পৃষ্ঠা ও লিঙ্ক গুলির মাধ্যমে ব্রাউজ করুন। ১৯৭৪ সালের আগস্ট মাসে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকা ৪টি পরিসংখ্যান অফিস (পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন পরিসংখ্যান ব্যুরো, কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি পরিসংখ্যান ব্যুরো ও কৃষি শুমারি কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আদমশুমারি কমিশন)-কে একীভূত করে সৃষ্টি করা হয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। আর এর ধারাবাহিকতায় পরবর্তীতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তার কাজকর্ম বাস্তবায়নের জন্য ঢাকা হেড অফিসসহ মাঠ পর্যায়ে ৪৮৩টি উপজেলা কার্যালয় স্থাপন করে।